পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে হামলার ঘটনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মামলা নিয়েছে পুলিশ। কিন্তু মামলায় প্রধানমন্ত্রী শাহবাজ খান, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআই’র শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালের নাম বাদ দেওয়া হয়েছে। পাঞ্জাব পুলিশ মামলা সংক্রান্ত যে অভিযোগপত্র জমা দিয়েছে, সেটি প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রধানমন্ত্রী।
জিও নিউজের খবরে বলা হয়, ইমরান খানের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। মামলা নিয়ে পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যার চেষ্টার বিরুদ্ধে একটি তথ্য প্রতিবেদন নথিভুক্ত করেছে পুলিশ। খবর বাংলানিউজের।
সোমবার (৭ নভেম্বর) প্রাথমিক তথ্যের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করতে পাঞ্জাব পুলিশের প্রধান (আইজি) ফয়সাল শাহকারকে নির্দেশ দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ আদালত। তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু পিটিআই নেতারা মামলাটি প্রত্যাখ্যান করে এটিকে আইন ও শীর্ষ আদালতের আদেশের উপহাস বলে অভিহিত করেছেন।
দলটির নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ইমরান খান যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, মামলায় তাদের নাম না থাকা মানে এটি কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। ওই তিনজনের নাম থাকলে পিটিআই মামলাটি মেনে নেবে। পিটিআই নেতা শিরীন মাজারি মামলাটিকে তিন অভিযুক্তকে তাদের অবস্থান ও রাষ্ট্রের ক্ষমতার মাধ্যমে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে মন্তব্য করেছেন। এছাড়া মালেকা আলি বোখারি, হাম্মাদ আজহারসহ আরও বেশ কয়েজন আলোচিত পিটিআই নেতা মামলাটি নিয়ে তাদের মত প্রকাশ করেছেন। সকলেই বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।