মামলা দায়েরের পর আটক ১

বাড়বকুণ্ড পাহাড়ে লাশ

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২৪ জুলাই, ২০২৩ at ৭:০১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে গহীন পাহাড়ে মো. এরশাদ (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। গত শনিবার রাতে নিহতের পিতা নুর বক্স বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এদিকে মামলা দায়েরের পর গতকাল রোববার বিকালে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে সীতাকুণ্ড পুলিশ। এর আগে গত শনিবার বিকাল ৫টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া এলাকার সমতল ভূমি থেকে তিন কিলোমিটার দূরের গহীন পাহাড়ের কেয়ারগ্যাঁ টিলার নিজের কলাবাগান থেকে এরশাদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, পাহাড়ের ভেতর থেকে উদ্ধার করা এরশাদের লাশটি একেবারে ক্ষতবিক্ষত ছিল। তার দুই হাত ও দুই পা ভেঙে গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আগুন দিয়ে ঝলসে দেয়া হয়েছে। এ ঘটনায় হত্যার অভিযোগ তুলে এরশাদের পিতা নুর বক্স বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

ওসি আরো বলেন, প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বিকালে বাড়বকুণ্ড থেকে মীর হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মীর হোসেন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং হত্যাকাণ্ডে জড়িত আসামিদের নাম পরিচয় বলেন। সোমবার (আজ) চট্টগ্রাম আদালতে বিজ্ঞ বিচারকের কাছে জবানবন্দী দেয়ার জন্য আটক মীর হোসেনকে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধড. ইউনূসকে দানকর দিতেই হবে
পরবর্তী নিবন্ধবিদেশি অপশক্তির সাহায্যে ক্ষমতায় আসতে চাইছে বিএনপি-জামায়াত