চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের বাসভবন ও পরিবহন দপ্তরে ভাঙচুরের ঘটনায় মামলা থেকে বাংলা বিভাগের দুই শিক্ষার্থীকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। মামলার আসামি বাংলা বিভাগের দুই শিক্ষার্থী হল অনিরুদ্ধ বিশ্বাস রুদ্র ও মো. আজিমুজ্জামান। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থীরা বলেন, আমরা চাই প্রশাসন যাতে অনতিবিলম্বে মামলা থেকে তাদের অব্যাহতি দেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বরাবর স্মারকলিপি প্রদান করে।












