মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১১ নভেম্বর

আ. লীগ নেতা রফিক হত্যা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ির পাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিক হত্যা মামলার যুক্তিতর্ক শেষ করেছে চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জামিল আহমেদের আদালত। আগামী ১১ নভেম্বর এ হত্যা মামলায় রায় ঘোষণা হবে। গতকাল রোববার যুক্তিতর্ক শুনানির শেষ দিন আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের পিপি মো. জাহাঙ্গীর আলম আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার যুক্তিতর্ক শুনানির শেষ দিন ছিল। এ দিন আদালত কক্ষে হাজির ছিলেন জামিনে থাকা চারজন আসামি। একপর্যায়ে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা হলেন পাইন্দং ইউনিয়নের আমিন শরীফের ছেলে মো. সিকান্দার, সৈয়দুর রহমানের ছেলে মাহাবুব আলম ও আরিফ এবং ফারক আহমদের ছেলে আব্দুস সবুর। তিনি বলেন, এ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ৯ জন। এর মধ্যে চারজন কারাগারে, দুজন ক্রসফায়ারে, দুজন স্বাভাবিকভাবে মারা যান। অপর একজন পলাতক আছেন।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ১৯৯৫ সালের ১৮ আগস্ট পাইন্দং ইউনিয়নের একটি দিঘির সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে পাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রফিক প্রকাশ রফিক কোম্পানিকে গুলি করে হত্যা করা হয়। সন্ত্রাসীরা একটি টেক্সিতে করে তার দোকানের সামনে এসে তাকে গুলি করে। এ ঘটনায় রফিকের পিতা বজল আহমেদ ফটিকছড়ি থানায় বাদী হয়ে মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধ১ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা শনাক্ত ৫
পরবর্তী নিবন্ধপেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কারাগারে