ফটিকছড়িতে অবৈধ বালি উত্তোলন এবং মাটি কাটার সাথে জড়িত দুষ্কৃতকারীরা রীতিমতো বেপরোয়া হয়ে উঠেছে। উপজেলায় গত বৃহস্পতিবার ও এর আগের দিন সংঘটিত অবৈধ বালু–মাটি ব্যবসার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক দুটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। তন্মধ্যে ফকিচারানে হালদা নদীর পাড় কেটে এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য একটি মামলা করা হয়।
তবে মামলার পরদিন গতকাল শুক্রবার সকালে পাইন্দং ফকিরাচান এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত হালদা নদীর পাড় কেটে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এসব কাজে নিয়োজিত শ্রমিকদের কাছে জানতে চাওয়া হয়–এসব কারা করছে? তারা জানেন না বলে উত্তর দেয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার এটিএম কামরুল ইসলাম জানান, আমরা মামলা করেছি, আপনারাও মামলা করুন। আমরা একের পর এক অভিযান চালাচ্ছি, গভীর রাতেও অভিযান চলমান। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।