নগরীর মুরাদপুরে গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ফার্নিচার দোকানকর্মী মো. ফারুক নিহত হন। এ ঘটনায় তার বাবা মো. দুলাল গত ২৮ আগস্ট পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৬৯ জনকে আসামি করা হয়। ‘একজন মৃত ব্যক্তিকে’ উক্ত হত্যা মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ওই মৃত ব্যক্তির ছেলে। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে বিষয়টি নজরে আনেন তার ছেলে মো. মেহেদী হাসান আকাশ।
এ সংক্রান্ত আবেদনে উল্লেখ করা হয়, আমার পিতা আবুল হাশেম ২০১৫ সালের ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেছেন। কোনো রকম হয়রানি না করা এবং তার মৃত পিতাকে মামলায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করতে আদালতের প্রতি আবেদন জানানো হয়।
মেহেদী হাসান আকাশের আইনজীবী মো. মইনুল হাসান সোহেল আজাদীকে বলেন, আদালত আমাদের আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের কপি তদন্ত কর্মকর্তা বরাবর পাঠানোর নির্দেশ দিয়েছেন।