মাবুদ হত্যা মামলায় পটিয়ার কাউন্সিলর রাজীব রিমান্ডে

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৪:৫৫ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভা নির্বাচনের দিন দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবদুল মাবুদ নিহতের ঘটনায় গোবিন্দরখীল ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল রাজিবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার পটিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। খবর বাংলানিউজের।
ওসি রেজাউল করিম মজুমদার বলেন, আবদুল মাবুদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সরওয়ার কামাল রাজিবের পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ১৪ ফেব্রুয়ারি পটিয়া পৌরসভা নির্বাচনের দিন দুই কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান ও সরওয়ার কামাল রাজীবের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবদুল মাবুদ নিহত হন। নিহত আবদুল মাবুদ কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ভাই। এ ঘটনায় আবদুল মান্নান বাদি হয়ে সরওয়ার কামাল রাজীবসহ সাতজনকে এজাহারনামীয় আসামি ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধফেরত যাচ্ছে পাউবো প্রকল্পের অর্ধেকের বেশি টাকা
পরবর্তী নিবন্ধসেই কানু কুমার নাথের বেতন বন্ধের নির্দেশ