মানোন্নত হেফজখানা না হলে সহি শুদ্ধ কুরআন শিক্ষা অসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা

হাসসান বিন সাবিত তাহফিজুল কুরআন মাদরাসার অনুষ্ঠানে বক্তারা

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত হযরত হাসসান বিন সাবিত (রা.) তাহফিজুল কুরআন মডেল মাদরাসায় শোহাদায়ে কারবালা স্মরণ ওরসে আশরাফি ও সদ্য হেফজ সম্পন্ন ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজি মঈনুদ্দিন আশরাফী (মু,জি,)। প্রধান অতিথি আল্লামা আশরাফী বলেন, দেশে বেঙের ছাতার মতো হেফজখানা দিন দিন যেভাবে গড়ে উঠেছে, সেখানে দেখতে হবে কতটুকু কুআনের প্রকৃত চর্চা হচ্ছে। সহি শুদ্ধ উচ্চারণ না হলে কুরআন শিক্ষা অসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি এমদাদুল ইসলাম কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাওলানা শফিউল হক্ব আশরাফী, মাওলানা মুহাম্মদ হারুনুর রশীদ আশরাফী, মাওলানা শুয়াইব কাদেরী, হাসাইনিয়া আশরাফিয়া দরবারের শাহজাদা সৈয়্যদ মফিজুল হক্ব, লেখক ও সংগঠক ইঞ্জি: সৈয়্যদ আবু আজম, মাওলানা সৈয়্যদ মুজাম্মেল হক নঈমি আশরাফি, সৈয়্যদ একরামুল হক আশরাফি প্রমুখ।

অত্র প্রতিষ্ঠানের কো অর্ডিনেটর আলী আসগর সাজ্জাদ ক্বাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন। মিলাদ কিয়াম দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার অভিষেক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধভেলুয়া সুন্দরী ও আমির সওদাগরের অমর প্রেমকাহিনি