বিটিভি, চট্টগ্রাম কেন্দ্র দিনে দিনে উন্নতি করছে, উন্নতির সুযোগ আছে আরো। আগে অনুষ্ঠানসমূহ ইনডোরে হতো। এখন আউটডোরেও অনুষ্ঠান হচ্ছে। এতে ভিন্নতা আসছে। এখন সঙ্গীতের শিল্পীদের অডিশন হচ্ছে। চট্টগ্রামের শিল্পীদের অনেক দিনের প্রত্যাশা ছিল যে তালিকাভুক্ত হবো, সেই তালিকাটাও তৈরি হচ্ছে। ধীরে ধীরে নাটকেরগুলোও হবে। এভাবে আবৃত্তির হবে, সব হবে। বিটিভির মতো একটা জাযগায় যাবে। তবে ভবিষ্যতের কথা যদি বলি, ২৪ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচারের সক্ষমতা এখনো যে তৈরি হয়েছে, তা বলা যাবে না। লোকবল বাড়াতে হবে, ইন্স্ট্রুমেন্ট আরো বেশি আধুনিক হতে হবে। শুধু অনুষ্ঠান করলাম, ১২ ঘন্টা, ২৪ ঘন্টা, তা না করে মানের দিকে একটু খেয়াল রাখতে হবে। মানটা কে কন্ট্রোল করবে, তাও ভাবার প্রয়োজন রয়েছে। মানের দিক থেকে উন্নতি যতদিন না হবে, ততদিন বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানের প্রতি দর্শক আগ্রহ তৈরি হবে না। টাওয়ারের কাজটাও যেহেতু শেষ পর্যায়ে, সুতরাং আমরা আশা করবো যে এটা বিশ্বব্যাপী যাবে। এখানে আরো একটা স্টুডিও করার আশ্বাস দিয়েছিলেন তথ্যমন্ত্রী। সেটা দ্রুত করা প্রয়োজন। বর্তমানে অনুষ্ঠান পুন:প্রচার হচ্ছে বেশি। সেটিকে আরেকটু কমিয়ে আনা উচিত। শিল্পীদের সম্মানীটাও কিছুটা বাড়ানো উচিত। তাছাড়া যার যোগ্যতা আছে, তাকে আরেকটু বেশি অনুষ্ঠান করার সুযোগ দিতেই পারে।