যার আকাশ ছিঁড়েছে
বজ্রের আঁচড়ে,
তার গান ভেসে গেছে
ক্রন্দনে ক্রন্দনে।
তবু সে এখনও চোখে
ইন্দ্রধনু ধরে,
কুয়াশা সরিয়ে দেখে
নির্মল সকাল।
শুকনো ডাঙায় মিশেছে
যার নদীকূল,
অবহেলার চাদরে
সেও ঢাকে ক্ষত।
আহা স্বপ্ন, বোকা সাধ
আলো ছুঁতে চায়
মৃত নক্ষত্রদের
নিকষ গুহায়।







