মানুষ হতে হলে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে : মেয়র

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির মতবিনিময়

| বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সকল ধর্মে সাম্যের কথা, শান্তির কথা, মানবতার কথা বলা হয়েছে। ধর্ম আমাদের নৈতিকতা ও মানবিক হতে শেখায়। ধর্মচর্চা মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে। মানুষ হতে হলে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। শ্রীকৃষ্ণ মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে যে শিক্ষা দিয়ে গেছেন তা ধারণ করতে পারলে সমাজে কোন বৈষম্য থাকবে না। তিনি গতকাল মঙ্গলবার আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আসন্ন জন্মাষ্টমী উৎসবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

চসিক মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ, অ্যাড. চন্দন তালুকদার। উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি পরেশ চন্দ্র চৌধুরী, যুগ্মসম্পাদক কৃষ্ণ কান্তি দত্ত, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, পরিষদ কর্মকর্তা লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, ডা. বিধান মিত্র, লায়ন শংকর সেনগুপ্ত, বিপ্লব কুমার চৌধুরী, রতন আচার্য্য, সুভাষ চন্দ্র দাশ, সলিল কান্তি গুহ, ডা. কথক দাশ, রিটু দাশ বাবলু, হিল্লোল সেন উজ্জ্বল, সমিরণ মল্লিক, রাহুল দাশ, সজল দত্ত, সুভাষ মল্লিক সবুজ, পংকজ চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, প্রদীপ কুমার শীল, রতন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশি-বিদেশি অপশক্তির মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দিতে হবে
পরবর্তী নিবন্ধবিদ্রোহী তুমি