বাণিজ্যিক দুনিয়ার সাফল্যময় ব্যক্তি স্টিভ জবস। সম্পদের প্রলোভনে বিভোর ছিলেন সারা জীবন–যা সাফল্যের এক অনুপম দৃষ্টান্ত। মৃত্যুশয্যায় শুয়ে তিনি জীবনকে দেখেন অন্য বিপরীত ধারায়। অনুভব ও উপলব্ধির নৈকট্যের স্টিভ জবস বলেন, অর্জিত সম্পদ খ্যাতি ও সম্মান একেবারে তুচ্ছ ও অর্থহীন। মৃত্যু শয্যায় শুয়ে আছি। সব সম্পদ কি এক বিছানায় নিয়ে আনতে পেরেছি? আজ প্রতিপদে ভাবছি, আমি ভুল করেছি। সম্পদ কভুও শান্তি আনে না। শান্তি প্রতিটি মানুষের ভালোবাসা মমত্বের বসতভিটায়। তাই সম্পদ না খুঁজে খুঁজুন মানবের কাঙ্ক্ষিত প্রেমময় ভালোবাসা।
জগতময় প্রচলিত সে কথাটি একবার ভাবুন। অবধারিত বৈষয়িক কোনো জিনিশ হারালে পাওয়া যায়, কিন্তু জীবন হারানো মানুষের হদিস কি আর মিলে? তাই অন্তত জীবনের পরিসমাপ্তি আগে মানবকে ভালোবাসুন। দাম্ভিকতা পরিহার করুন। বিবেক জাগ্রত করুন। ভালোবাসা, প্রেম, মায়া, মমতার পথ ধরে সৃষ্টি করুন অমৃত বাঁধন। সমুন্নত করুন জগত খ্যাত সে গান ‘মানুষ মানুষের জন্যই’। অর্থ সম্পদ দুদিনের। মানব মনের ভালোবাসা ও সামাজিক কর্মে নিয়োজিত থেকে জাগরিত হোন মন ও মননে।