মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে : খসরু

| শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:০৪ পূর্বাহ্ণ

ডিসেম্বরে নির্বাচন নিয়ে সরকারপ্রধানের সঙ্গে বৈঠকের পর করণীয় ঠিক করতে মিত্রদের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে বামপন্থীদের একটি জোট গণতান্ত্রিক বাম ঐক্য ও জন অধিকার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আলাদাভাবে এই দুই দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। পরে আমীর খসরু সাংবাদিকদের বলেন, ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আমরা আজকেও গণতান্ত্রিক বাম ঐক্য ও বাংলাদেশ জন অধিকার পার্টির সাথে বৈঠক করেছি। নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কথা বলেছি।

তিনি বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। এটা একটা জনগণের মালিকানার বিষয়। আমীর খসরু বলেন, রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে তো ক্ষমতায় যেতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করবে তারা তো এটাই মনে করবে, তাই না? ভোট হবে, ক্ষমতায় যাবে। নির্বাচিত সদস্যরাই নির্বাচিত হয়ে সংসদে যাবে, ক্ষমতায় যাবে। এটাই তো গণতন্ত্র। এটা বুঝতে অসুবিধা হওয়ার তো কোনো কারণ দেখছি না। খবর বিডিনিউজের।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ জন অধিকার পার্টির সভাপতি ইসমাইল হোসেন সম্রাট নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে বিএনপি জাতীয় নির্বাচনের দাবি তোলে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি নিয়ে ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক থেকে বেরিয়ে তারা অসন্তুষ্টির কথা বলেছেন। তারপর করণীয় ঠিক করতে ১৭ এপ্রিল থেকে বিএনপি তার যুগপৎ আন্দোলনের শরিক জোট ও দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে। এখন পর্য়ন্ত বিএনপি ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, সিপিবি, বাসদ, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, এনডিএম ও গণফোরামের সঙ্গে বৈঠক শেষ করেছে।

পূর্ববর্তী নিবন্ধবালু উত্তোলন ও বন দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স
পরবর্তী নিবন্ধঢাকায় সমাবেশের অনুমতি না দেওয়ায় চট্টগ্রামে সুন্নী জনতার বিক্ষোভ