আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনিত ২৯৯ নম্বর রাঙামাটি আসনের প্রার্থী জুঁই চাকমা নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন। গতকাল শনিবার দিনভর প্রচারের তৃতীয় দিনে রাঙামাটির লংগদু উপজেলার লংগদু ও মাইনিমুখ বাজারে জনসংযোগ ও পথসভা করেছেন।
এসময় জুঁই চাকমা অভিযোগ করেন, ভোটাররা এখনও উৎকণ্ঠায় আছে, আমি যেখানে যাচ্ছি ভোটাররা সবসময় আমাকে প্রশ্ন করছেন– তারা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন কিনা? মানুষ জানতে চায় এবং নিশ্চয়তা পেতে চায় তারা যেন তাদের ভোটটা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।
এসময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, জুঁই চাকমার নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











