পূর্বাশার আলো চট্টগ্রাম মহানগরের পরিচিতি সভায় বক্তারা বলেন, মানুষের বেঁচে থাকার সার্থকতা পায় তার কর্মের সফলতার ওপর, ব্যর্থ জীবনের বোঝা পীড়াদায়ক। পৃথিবীতে কর্মী মানুষেরাই প্রকৃত সৌভাগ্যের অধিকারী, মানব জীবন ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী মানব জীবন মহৎ মর্যাদা কর্মের ভেতর দিয়ে লাভ করা সম্ভব। গত শুক্রবার চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ একটি কমিউনিটি হলে পূর্বাশার আলো চট্টগ্রাম মহানগরের নবগঠিত কমিটির পরিচিত সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল হারুণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেকুন নাহার জিসানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা লেখক আতিকুর রহমান আতিক। বিশেষ বক্তা ছিলেন পূর্বাশার আলো কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিকদার। এছাড়াও পূর্বাশার আলো পরিবারের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












