পরচর্চা পরনিন্দা
পরমান্দ ক্ষণ
পরান্দে তিক্তান্ধ
ঈর্ষান্ধ মন।
চর্মান্ধ অন্ধকারে
থাকে আমরণ
মনের আলোতে
দেখে অন্ধজন।
চক্ষু দানে চিত্তানন্দ
অন্ন দানে মন
হিংসার চিতানলে
জ্বলে ঈর্ষাজন।
মানুষ পুড়িয়ে যারা
অভিশাপ পোষে
মাটিতে পাবে না ঠাঁই
কমের্র দোষে।
আশফাকুর রহমান বিপ্লব | বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ
