কেউ বোঝে না কারো ব্যথা
বাঁচলে নিজে বাপের নাম
আপ ভালাতো জগত ভালা
এমনি করেই চলছে ধাম।
হয়তো মুখে শোকের বাণী
কর্মে মোটেও প্রকাশ নেই
নিজের আখের গোছায় সবাই
পরকে রেখে বিপদেই।
ইচ্ছেমত নিয়ম করে
পরের ভিটে নেয় কেড়ে
মানবতার কবর দিয়ে
উঠছে একদল লোক বেড়ে।
মানুষ হওয়া যায় নাতো রে
মানবকূলে জন্মালে
মানুষ পাবো মানুষ হবো
জানি নাতো কোন কালে!









