মানুষ পরিচয় চাই

তটিনী বড়ুয়া | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১১:২৩ পূর্বাহ্ণ

লালসাদা শেকল ভেঙে

নীল আকাশে উড়তে চাই।

জ্যোৎস্নাস্নাত রাতে,

সিআরবির পাহাড়ী রাস্তায়

আপন খেয়ালে একা হাঁটতে চাই।

গোধূলি লগ্নে এলোচুলে ,

বাগান বিলাস করতে চাই।

শ্রাবণ দিনে বৃষ্টিতে ভিজে

ময়ূরী হয়ে নাচতে চাই।

সময় সংকুলানে গণপরিবহনে,

সসম্মানে দাঁড়িয়ে গন্তব্যে পৌঁছোতে চাই।

মেয়ে মানুষ, পারবে না ওসব’

এমন কথা থামাতে চাই।

কর্মস্থলে কুরুচিপূর্ণ মানুষগুলোকে,

নির্ভয়ে দুকথা শোনাতে চাই।

উচ্চস্বরে আবৃত্তি করতে চাই,

শখানেক প্রতিবাদী কবিতা লিখতে চাই।

গলা ছেড়ে যেমন ইচ্ছে

আবোল তাবোল গাইতে চাই।

মনের কামনার রঙ ঢেলে

বাসনার ছবি আঁকতে চাই।

কেবল নারী নয়,আমি আজ

মানুষ’ পরিচয়ে বাঁচতে চাই।

পূর্ববর্তী নিবন্ধঅরুণ মিত্র : কবি ও অনুবাদক
পরবর্তী নিবন্ধএ যেন শ্রাবণ মেঘের অর্কেস্ট্রা