মানুষের দেয়ালে আঁকা সুখের কিংবা দুঃখ নামের মেকি গল্পের চেহারাগুলো বড়ই করুণ। কারো হাত নেই, পা নেই, কারো মাথাটাই নেই। খোঁড়াতে, খোঁড়াতে চলে যাওয়া জীবন অথবা বোধকে খুঁজি, আজকাল বোধের বড্ড রাগ সে নাকি আসতেই চায় না। জোর করে বসাই তাকে, কে কার চুরি করা সুখের নেকলেস পরে আছে কেউ জানি না, মুখের আদলে গড়া নকল চেহারায় জৌলুস অনেক। আনন্দ বা হুল্লোড় এই পাড়া থেকে ও পাড়া হাঁটে। জীবনকে কারা উপভোগ করে? যার কোন দায়িত্বের ভার নেই, সে বুঝি কখনো স্বপ্ন দেখে না! স্ট্রিট আলোয় যারা ঘুম কিনে খায় তারা কেমন? অন্ধকারের রঙ কি দেখা যায়? আঁধার কেন নামে দূর চোকিদারের বাঁশিতে আকাশ থেমে যায় এইসব জীবনের ঘোরে ঘুম হয়ে যায় রাত।