মানুষ গড়ার কারিগর

সুপর্ণা লিপি বড়ুয়া | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:২৬ পূর্বাহ্ণ

জ্ঞান গরিমায় আর চিন্তা চেতনায়

ছড়ায় আলো

মহান পেশার ব্রত নিয়ে

জ্ঞানের মশাল জ্বালো।

কত শত জনে জ্ঞান দানে

করে যাও আলোকিত

দেশ সেবার মহান পেশায়

শিক্ষকরা নিয়োজিত।

সমাজের যতো কুসংস্কার

দূর করার পথ দেখায়

আলোর মশাল হাতে নিয়ে

শিক্ষক মহান পেশায়।

মেধা মননে বিকশিত করো

মানুষ গড়ার কারিগর

তোমার অবদান চিরকাল রবে

তুমিই জ্ঞানের বাতিঘর।

পূর্ববর্তী নিবন্ধরোনাল্ড রস : নোবেল বিজয়ী চিকিৎসা বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধআজাদীর কল্যাণে