মানুষ গড়ার কারিগর ছিলেন অধ্যক্ষ শামসুজ্জামান খান

ছাবের আহমদ চৌধুরী | রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

শিক্ষক হচ্ছে আমাদের সমাজের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দেন না, বরং নৈতিকতা, আদর্শ, ও বাস্তবজ্ঞান দান করেন। একজন ভালো শিক্ষক শুধু একজন ভালো শিক্ষার্থীই তৈরি করেন না, বরং সমাজ গঠনে বিশাল ভূমিকা রাখেন। শিক্ষক হলেন সেই আলো, যিনি সমাজের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসেন, তৎমধ্যে অধ্যাপক এ জেড এম শামসুজ্জামান খান তাদের মধ্যে অন্যতম একজন।

অধ্যাপক এ জেড এম শামসুজ্জামান খান ১৯৪৮সালের ১১ই নভেম্বর কর্ণফুলী উপজেলার বড় উঠান গ্রামের প্রসিদ্ধ মৌলভী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম শহরের মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৪সালে ম্যাট্রিকুলেশন, ১৯৬৬সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি ও একই কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স পাশ করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগে ১৯৭২সালে লেকচারার হিসেবে যোগ দান করেন। পরে বিভিন্ন সময়ে চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ, পটিয়া সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ থেকে অবসর গ্রহণ করেন। গত ২৬শে সেপ্টেম্বর চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে ৭৭বছর বয়সে ইন্তোকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা, ৫ বোন ও এক ভাইকে রেখে পৃথিবী থেকে বিদায় নেন। উল্লেখ থাকে যে, প্রফেসর এ জেড এম শামসুজ্জামান খান আমার শ্বশুর কবির আহমদ খানের বড় ভাই ছালে আহমদ খানের পুত্র। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি।

পূর্ববর্তী নিবন্ধশরৎকাল
পরবর্তী নিবন্ধসে’ই শ্রেষ্ঠ মানুষ, যে মানুষের উপকারে আসে