মানুষ কর্মের মাধ্যমে যুগে যুগে বেঁচে থাকে

নোয়াজিশপুরে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, মানুষ কর্মের মাধ্যমে যুগে যুগে বেঁচে থাকে। যেমনি বেঁচে আছেন আবদুল ওদুদ চৌধুরী, যুগে যুগে বেঁচে থাকবেন ফরিদ আলমরা তাদের সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও কাজের মাধ্যমে। তিনি বলেন, সক্রিয় রাজনীততে আসার পর থেকে রাউজানের মানুষের কল্যাণে যা কিছু প্রয়োজন প্রায় সবকিছু করেছি। এখন প্রতিদিন ভাবি রাউজানবাসীর জন্য আর কি করতে পারি, কি করার আছে। তবে একটি মেডিকেল কলেজ করতে পারলেই আমার তৃপ্তি পূরণ হবে।
গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ফরিদুল আলম চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সাইমুর রহমান রিপুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল হারুন। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসলেম উদ্দিন চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মো. জহির উদ্দিন বাবর, হাসান জাবেদ, প্রধান শিক্ষক প্রদীপ মুৎসুদ্দী, শিক্ষক কাজী জালাল, মেম্বার কাজী জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছার বাশি, আহসান উল্লাহ হাসান, আবু শাহাদাত নবী, জসিম উদ্দিন, বখতেয়ার, নাছির উদ্দীন চৌধুরী, তাজ উদ্দিন খান সোলায়মান, দিল মোহাম্মদ, মেহেদী রাজু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মিন্টু কান্তি নাথ, কাজী রেহেনা আকতার, মো কালাম উদ্দিন, ইসমাইল হোসেন, মো. আলম, জিন্নাত আর বেগম, বেলাল হোসেন, মো মনছুর আলী, রাশেদ, হাসান বানু। পরে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আজ থেকে