টাকা যাবে টাকা আসবে, দুঃখ আসবে দুঃখ চলে যাবে, এভাবে জীবনে অনেক কিছু আসবে ও যাবে কিন্তু ‘সময়’ ও ‘প্রিয় মানুষ‘ শুধু চলেই যাবে আর ফিরে আসবে না। ‘মানুষ‘ আর ‘ধন‘ এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ‘ধন‘ হলো সেই শক্তি যা মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে, সাংসারিক বস্তু ক্রয় করার জন্য ব্যবহার হয়। সুন্দর জীবন যাপন করার জন্যও ব্যবহৃত হয়। আর মানুষ হলো সেই শক্তি যারা ধনকে গুরুত্বপূর্ণ করে তোলেন। জীবনে ব্যবহার করা উচিত ধনকে আর ভালোবাসা উচিত মানুষকে। এটা বেশিরভাগ মানুষেই বুঝে না। কোন সূঁচের দ্বারা যুদ্ধ করা যায় না, আবার কোন তলোয়ার দিয়ে সেলাই করা যায় না।কোনটা কোন কাজে লাগে, কিসের জন্য ব্যবহার হয় সেটা জানা খুবই জরুরি।
সাফল্য সবাই চাই, সাফল্যের শিকড়ে সবাই পৌঁছাতে চাই।সাফল্যের শিকড়ে পৌঁছার আনন্দই আলাদা। তবে আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ বেশি পাওয়া যায়। অনেক সময় সাফল্য চাইতে চাইতে আমরা আপনজনদের থেকে দূরে চলে যায়। আসুন আপনজনকে ভালোবাসি।