নগরীর ১৫ থানায় কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল শনিবার অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় ও চট্টগ্রামের শীর্ষ নেতারা। এর মধ্যে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান হালিশহর ও পাহাড়তলী থানায় নেতৃত্ব দেন। হালিশহর থানার পদযাত্রার পূর্বে
সংক্ষিপ্ত সমাবেশে নোমান বলেন, ১০ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনকে আরো বেগবান করতে হবে। সারাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, কখন এ সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করবে। যেদিন সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সেদিনই বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী হবে। যদি দেশের মানুষ ব্যালট শক্তিশালী করতে পারে তাহলে ৫৪ সালের চেয়েও ভালো নির্বাচন হবে।
হালিশহর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা জসিম উদ্দিন জিয়া, মোশারফ জামাল, আনোয়ার হোসেন আরজুসহ বিএনপি নেতৃবৃন্দ।
বায়েজিদ থানা : বায়েজিদ থানা বিএনপির পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ভাইস–চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। এ সময় মীর নাছির বলেন, আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এখন তারা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা দেখে ভীত হয়ে পড়েছে। মনে হচ্ছে বিএনপির আগামী দিনের কর্মসূচির আগেই তারা দেশ ছেড়ে পালাবে।
থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিমের পরিচালনায় বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবুুল ফয়েজসহ নেতৃবৃন্দ।
পাঁচলাইশ থানা : পাঁচলাইশ থানা বিএনপির পদযাত্রায় নেতৃত্ব দেন চেয়ারর্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন,
নুর মোহাম্মদ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, ইস্কান্দর মীর্জা, আহমেদুল আলম রাসেল, আর ইউ চৌধুরী শাহীনসহ নেতৃবৃন্দ।
সদরঘাট থানা : সদরঘাট থানা বিএনপির পদযাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এসময় তিনি বলেন, বিএনপির পদযাত্রায় জনগণের ঢল নেমেছে। জনতার এ ঢল প্রমাণ করে ক্ষমতাশীনদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ।
থানা বিএনপির সভাপতি মো. সালাউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা জয়নাল আবেদিন জিয়া, মশিউল আলম স্বপন, মোহাম্মদ আলী, কেন্দ্রীয় যুবদলের সদস্য সাইফুর রহমানসহ বিএনপি নেতৃবৃন্দ।
বাকলিয়া থানা : বাকলিয়া থানা বিএনপির পদযাত্রায় নেতৃত্ব দেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে।
বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ–সভাপতি এম আই চৌধুরী মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আলী, অধ্যাপক নরুল আলম রাজু, হাজী মো. তৈয়ব, ডা. সরওয়ার আলম, সৈয়দ আমিন মাহমুদ ও ইব্রাহিম বাচ্চুসহ নেতৃবৃন্দ।
চকবাজার থানা : চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পদযাত্রা কর্মসূচি উদ্বোধন করেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিমুদ্দিন। থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, যুবদলের এমদাদুল হক বাদশাসহ নেতৃবৃন্দ।
কোতোয়ালী থানা : নগরের রিয়াজুদ্দিন বাজারস্থ তিন পুলের মাথা থেকে জুবলি রোড, এনায়েত বাজার মোড়, লাভলেইন হয়ে কাজীর দেউড়ি পর্যন্ত কোতোয়ালী থানা বিএনপির পদযাত্রায় নেতৃত্ব দেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের মানুষকে ভয় দেখাতে গিয়ে নিজেরাই ভয়ের মধ্যে পড়েছে। তারা আবোলতাবোল বকছে।
কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসনের সঞ্চালনায় পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, সদস্য হারুন জামানসহ নেতৃবৃন্দ।
চান্দগাঁও থানা বিএনপি : চান্দগাঁও থানা বিএনপির পদযাত্রায় নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। এসময় তিনি বলেন, ভোটারবিহীন সরকার মানুষের জন্য ভয়াবহ দানবে পরিণত হয়েছে। মানুষের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে সরকার সর্বশেষ মানুষের দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিয়েছে।
সাবেক কাউন্সিলর মাহবুবুল আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন লিপুসহ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অন্যান্য : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক বন্দর থানায়, বিএনপির উপ–জাতি বিষয়ক সম্পাদক মা ম্যা চিং ইপিজেড থানায়, সহ–সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার পতেঙ্গা থানায় এবং আরেক সহ–সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন খুলশী থানা বিএনপির পদযাত্রায় নেতৃত্ব দেন।