মানুষের হৃদয়ে খালেদা জিয়া অনন্তকাল বেঁচে থাকবেন

দোয়া মাহফিলে বক্তারা

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

সিটি মেয়র ও জমিয়তুল ফালাহ মুসল্লি পরিষদের সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের ঐতিহ্যের প্রতীক জমিয়তুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্সের আধুনিকায়ন ও উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মসজিদটিকে ঘিরে যে আন্তর্জাতিক মানের ইসলামী গবেষণাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের স্বপ্ন দেখেছিলেন, বেগম খালেদা জিয়াই ছিলেন সেই স্বপ্নের সার্থক রূপকার। তিনি গতকাল শনিবার বাদে আসর জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আহমদুল হক। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সূফিয়ান, মুসল্লি পরিষদের সিনিয়র সহ সভাপতি একরামুল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য মো. মহসিন, আনোয়ার হোসেন লিপু, মোরশেদুল আলম কাদেরী, মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, ফাইন্যান্স সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মদ ছালামত উল্লাহ, বিএনপি নেতা জাকির হোসেন, শাহ আলম, মুসল্লি পরিষদের সদস্য শামসুল আনোয়ার খান, আনোয়ারুল হক, মঞ্জুরুল আলম মঞ্জু, দিলশাদ আহমদ, শফিক আহমদ, রফিক সর্দার, মনসুর আলম, মনসূর শিকদার, নুর হোসেন, মো. রিপন, অ্যাড. মাঈনুদ্দিন, অ্যাড. কামরুল ইসলাম সাজ্জাদ, মো. জহির, আব্দুল আউয়াল, আব্দুল আহাদ, মাহমুদুর রহমান, আবু ফয়েজ, মো. সরোয়ার, মো. সেকান্দার প্রমুখ।

মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন : মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমের আয়োজনে গতকাল শনিবার বায়েজিদ বোস্তামি মাজার ও মসজিদ প্রাঙ্গণে খতমে কোরআন, মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ এবং ফল ফাতেহা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, বেগম খালেদা জিয়া মরেও অমর। বাংলাদেশের মানুষের হৃদয়ে খালেদা জিয়া অমর হয়ে চিরদিন থাকবেন। তিনি আল্লাহর দরবারে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাবিবুর রহমান, বাদশা আলম, নুরুল আলম ভুট্টু, মাওলানা শহীদুল্লাহ চিশতী, নগর ওলেমা দলের কবিরুল ইসলাম, জিসাসের কামাল আহমেদ, মাজার ও দরগাহ শরীফের হাফেজ মোহাম্মদ ইউসুফ, গোলাম সারোয়ার, কবিরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ড বিএনপি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম দিনের মতো খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ আসলাম চৌধুরীর বাড়ি প্রাঙ্গণে এই খতমে কোরান ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন স্টেশন ফকিরা জামে মসজিদের হাফেজ মোহাম্মদ মহসিন। এতে উপস্থিত থেকে মোনাজাতে অংশ নেন চট্টগ্রাম৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী।

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়। সেই সাথে মোনাজাতে দেশজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সেই সাথে বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার শক্তি দেয়ার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়।

এছাড়াও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ চট্টগ্রাম৪ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রয়াত মাবাবা ও সহোদরদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

রেড ক্রিসেন্ট : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপসহীন ছিলেন। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রী ও অভিভাবককে হারিয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম এসব কথা বলেন। সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিটি রেড ক্রিসেন্টের নির্বাহী সদস্য এইচএম সালাউদ্দিন,মোহাম্মদ রকিব উল্লাহ, নিজাম উল আলম খান, মো. জিয়াউল হক, মো. মেহেদী হাসান, মো. এনামুল হক, ডা. ফারাহনাজ মাবুদ, সালাউদ্দিন সাহেদ প্রমুখ।

রাউজান পশ্চিম গুজরা বিএনপি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল পশ্চিম গুজরা বিএনপির দলীয় কার্যালয়ে বাদে জোহর থেকে পবিত্র কুরআন খতম বাদে আছর বিশেষ দোয়া মাহফিল রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি ফরিদুল ইসলাম মাহমুদ, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমির আলী, বিএনপি নেতা সলিমুল্লাহ খান, ফোরকান ফারুকী, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজম আলী, পশ্চিম গুজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম। রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল কাদেরের সঞ্চলনায় সময় বিএনপি নেতা আবু তৈয়ব খান, ইলিয়াস সওদাগর, আতিকুল্লাহ, লোকমান হোসেন মেম্বার, আবদুল মান্নান মাস্টার, আবদুর রশিদ ঘড়ি, সেলিম উদ্দিন সিদ্দিকী, রফিক সিকদার, মজো মিয়া, মোহাম্মদ নুরুন্নবী, নুরুল আকতার, শেখ মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, সেলিম উদ্দিন তালুকদার, আমজাদ হোসেন, ওসমান চৌধুরী, মোহাম্মদ ফারুক, নেজামুল হক, মোহাম্মদ হারুন, মোহাম্মদ রুমান, সাজ্জাদ হোসেন, মুসলিম উদ্দীন, এনামুল হক, সাকিব, রেজাউল করিম, নাজিম উদ্দিন, শাহা আলম, সোহেল, মোহাম্মদ জাফর, আমিনুল হকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মগদাই কেন্দ্রীয় জামে মসজিদে খতিব মাওলানা আনিছুর রহমান।

শ্রমিক দল : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ মাহফিল এবং কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বন্দর এলাকার নিমতলায় সকালে মহানগর শ্রমিক দল নেতা মুহাম্মদ ইয়াছিনের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বেগম জিয়ার রুহের মাগফেরাত বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বেগম জিয়ার আপোষহীন আদর্শকে ধারণ করে দলকে এগিয়ে নিতে হবে। মিলাদ মাহফিলের পর পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআহসানউল্লাহ চৌধুরী আজীবন মেহনতি মানুষের জন্য লড়াই-সংগ্রাম করেছেন
পরবর্তী নিবন্ধছড়াসম্রাট সুকুমার বড়ুয়ার প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা