মানুষের কল্যাণে কাজ করাই ইসলামী রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
তিনি বলেন, মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূলমন্ত্র। জনগণের দুঃখ–কষ্ট দূর করাই আমাদের রাজনীতির উদ্দেশ্য। তিনি গত শনিবার নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের রেলওয়ে স্কুলের সামনে আয়োজিত এক দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপস্থিত ছিলেন খুলশী থানার জামায়াতের নায়েবে আমীর আইয়ুব আলী হায়দার, সেক্রেটারি আমান উল্লাহ আমান, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমীর মাওলানা মোহাম্মদ ওমর ফারুক এবং ওয়ার্ড সেক্রেটারি মহিবুল্লাহ চৌধুরী।
সভাপতিত্ব করেন পাহাড়তলী পশ্চিম সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি কে এম জাবেদ। সভা সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি। প্রেস বিজ্ঞপ্তি।