‘মানুষের সত্যিকারের বন্ধু বাবা’

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ জুন, ২০২৪ at ৫:০২ পূর্বাহ্ণ

বাবা, দুই অক্ষরের শব্দটি যিনি ধারণ করেন তার কোনো নির্দিষ্ট দেশ বা গন্ডি নেই। যেকোনো মানুষের প্রথম আর সত্যিকারের বন্ধু বাবা। এমন ১১ জন বাবাকে সম্মাননা জানিয়েছে মাল্টিমিডিয়া প্লাটফর্ম বাংলাদেশ লাইভ ও মিডিয়াগ্রাফি। চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় গতকাল শনিবার বিকেলে রেডিসন ব্লু, চট্টগ্রামে ভুবনজয়ী বাবা সম্মাননা২০২৪ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, গীতিকার আসিফ ইকবাল প্রমুখ।

ভুবনজয়ী বাবা সম্মাননা২০২৪ সম্মাননা পেয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সুফি মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ইউসুপ, কাজী আফতাবুর রহমান, মো. শাহ আলম, লেয়াকত আলী, কেশব দাশ, বিন্দু কুমার চাকমা, মো. আবুল হাশেম, জাফর আহমদ এবং আবুল হাশেম মিয়া।

অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, ২২ বছর বয়সে আমি পিতা হারিয়েছি। পিতা হারনোর যন্ত্রণা কত কষ্টের সেটা আমি বুঝি। যাদের বাবা বেঁচে আছেন তারা পরম ভাগ্যবান। মাত্র দুটি বর্ণের একটি শব্দ ‘বাবা’। এই ছোট শব্দের মধ্যে আকাশের মতো বিশাল ছায়া লুকিয়ে। আমাদের জন্য বাবাদের যে ত্যাগতিতিক্ষা তার ঋণ কোনোভাবেই পূরণ সম্ভব নয়। এই ৮৪ বছর বয়সেও বাবা আমার অহংকারের জায়গা। দৈনিক আজাদী প্রতিষ্ঠা করেছিলেন বাবা চট্টগ্রামের মানুষের কথা বলার জন্য। আমি সেই আজাদীকে সাথে নিয়ে পথ চলেছি। মানুষের পাশে থাকার শিক্ষা আমি বাবার কাছ থেকেই পেয়েছি।

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, সন্তানের অর্জনের মধ্য দিয়ে বাবার ভুবন বিজয় হয়। আমরা প্রত্যেকেই চাই, আমাদের সন্তান ভালো মানুষ হোক।

জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আমার একজন বাবা ছিল, এখন আমি আমার সন্তানের বাবা। বাবা হওয়ার মতো গৌরব আর কিছুতে নেই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, সন্তান যখন মানুষের মতো মানুষ হন তখন বাবাদের বুক গর্বে ভরে উঠে। তেমনি একজন বাবা হিসেবে আমার সন্তানদের সাফল্যে আমরা গর্বিত হই।

অনুষ্ঠানের শুরু ও শেষে বাবাদের নিবেদন করে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির ৬ষ্ঠ সভা
পরবর্তী নিবন্ধআনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী পাঠানটুলী শাখার মাহফিল