মানুষের শত্রু মানুষ

রূপক কুমার রক্ষিত | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

পৃথিবী জুড়ে লোলুপ যজ্ঞের

অজ্ঞাত মহড়ায়,

নিয়মের শৃঙ্খল ভেঙে

নিষ্ঠুর আঘাতের নৃশংস তাড়নায়

মানুষের স্বপ্ন মুছে যায়।

পুরোপুরি ধ্বংস না করে

ছাড়ে না কিছুতেই ওরা,

মত্ত হয়ে আছে

নিঃশব্দে মিলিয়ে দিয়ে

নিখিল চিত্র থেকে

নিশ্চিহ্ন করে দেয়ার নৃশংস নিশানায়।

অনিবার্য মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে

বাঁচার নিদারুণ আর্তনাদ,

অথচ, পৃথিবীর কান পেতে শোনার

কোথাও কোনো অবকাশ নেই।

একটি একটি করে আলো নিভে যায়,

একটি একটি করে নিঃশ্বাস থেমে যায়।

মানুষের আঘাতে মানুষ

বেমালুম উড়ে আকাশে,

অসহায় যন্ত্রণায় পৃথিবীর পিঠ

ঢেকে যায় লাশে লাশে।

কেবল লাশের গন্ধ,

ধ্বংসে ধ্বংসে ধ্বংসস্তুপ, আর

বাতাসে মিশে আছে

বোমার ঝাঁঝালো ধোঁয়া।

সে কী বিবর্ণ হাহাকার ঘিরে

নারীশিশুআবালবৃদ্ধবণিতা!

এ রক্তাক্ত উন্মত নীরব সংলাপে

লাগিয়েছে তালা মানুষের মুখে,

নিলজ্জ চোখে তাকিয়ে দেখি

মানুষের শত্রু মানুষ, আর

সভ্যতার থালা ভরা নিষ্পেষিত মানবতা।

পূর্ববর্তী নিবন্ধমানবতা
পরবর্তী নিবন্ধমহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভে মুমিনের দোয়া