দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, প্রত্যেক ধর্মে পরকালীন মুক্তি ও পুরস্কারের পাশাপাশি জবাবদিহি ও শাস্তির কথা বলা হয়েছে। সৃষ্টিকর্তা না চাইতে আমাদেরকে সৌভাগ্যবান ও সম্পদশালী করেছেন। আমরা সেই সম্পদ শুধু নিজেদের ভোগবিলাসে ব্যয় না করে যত্নে ছায়ায় নিজেদের পদচিহ্ন এঁকে যেতে হবে। সমুদ্রতীরের বালুকাবেলায় হেঁটে চলার মতো সমুদ্রসম দুনিয়ার এই সংক্ষিপ্ততম জীবনে মানবতার টানে ‘ওদের মুখে হাসি ফোটানো’র জন্য আমাদের ভালো কাজ করে যেতে হবে। তিনি লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন।
লায়ন্স সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরীনের সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট লায়ন ইসমাইল চৌধুরীর পরিচালনায় গতকাল শুক্রবার চট্টগ্রাম কলেজ সংলগ্ন ১৫, ড. এনামুল হক সড়কস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে দোয়া অনুষ্ঠান ও রোগীদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, লায়ন রাজিব সিনহা, লায়ন গোপালকৃষ্ণ লালা, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন মোসলেহউদ্দিন খান এমদাদ, লায়ন সিলভাস্টার বার্নাডেট, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লিও ক্লাব অ্যাডভাইজার ও লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের সেক্রেটারি লায়ন ডা. মেসবাহউদ্দিন তুহিন, লায়ন সাধন কুমার ধর, লায়ন আবু নাসের রনি, লায়ন মোহাম্মদ আবদুর রব শাহীন, লায়ন এম সোহেল খান ও আইপিপি লায়ন বাবুল কান্তি লালা। সভাপতিত্ব করেন, লায়ন রেবেকা নাসরীন।
ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, এলোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা, রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও রান্নাকরা খাবার বিতরণ এবং নন্দনকাননস্থ বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের শিশুদের মাঝে মধ্যাহ্নভোজের আয়োজনের মাধ্যমে সেবাবর্ষের প্রথম দিনের সেবা কার্যক্রম শুরু করেন লায়ন্স ক্লাব অব চিটাগং, লিও ক্লাব অব চিটাগং এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসী কেমব্রিয়ানের লায়ন ও লিও নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।