মানুষের মুক্তির জন্য লড়াই করতে হবে

ভাসানী ফাউন্ডেশনের সভায় বক্তারা

| রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে গত ৫ এপ্রিল ভাসানী অডিটোরিয়ামে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মওলানা আবদুল অহামিদ খান ভাসানী আফ্রোএশিয় গণমুক্তি আন্দোলনের নেতা ছিলেন। তিনি আদর্শহীন রাজনীতিকে মনেপ্রাণে ঘৃণা করতেন। সাধারণ মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন আমৃত্যু। আজ দেশে দেশে সাম্প্রদায়িক হানাহানি এবং যুদ্ধ চলছে, ফিলিস্তিনিরা অকাতওে মরছে, মুলিম বিশ্ব একেবারে চুপ। এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে মওলানা ভাসানীর আদর্শকে ধারন করে সকল মানুষের মুক্তির জন্য লড়াই করতে হবে। সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় গণমুক্তি ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী। বক্তব্য রাখেন আবদুল গফফার খান, ভানু রঞ্জন চক্রবর্তী, . শিব প্রসাদ শূর, হাসান মারুফ রুমী, অধ্যাপক মুহম্মদ আমির উদ্দিন, মোহাম্মদ মামুন, ক্যাপ্টেন মোবারক হোসেন, শহীদ শিমুল, অপূর্ব নাথ, শাহেদ লতিফ, মোহাম্মদ হারুন, নজরুল ইসলাম সাদা, মোজাফফর আহমদ, এস এম রফিক ও আহমদ সুজা প্রমুখ। শুরুতে মওলানা ভাসানী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমপ্রীতির ভিত্তিতে ঐক্য দরকার : মেয়র
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে জাকবিরোধী অভিযান