একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, জ্ঞানার্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। একটি ভালো বইয়ের আবেদন কোনোদিন ফুরোয় না। সুশিক্ষাই মানুষকে প্রকৃত মানুষ হতে সহায়তা করে। মানুষ ছাড়া দুনিয়ার সব প্রাণীই তার সমস্ত গুণাগুণ নিয়ে জন্মায়। শুধু মানুষকেই মানুষ হওয়ার জন্য নিরন্তর চেষ্টা করতে হয়। আর এই চেষ্টার মূলে রয়েছে বই।
গতকাল শনিবার সকালে মীরসরাই উপজেলা সদরে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীরসরাই পৌরসভার পূর্ব গোভনিয়া গ্রামে এ পাঠাগার ও শিল্প–সাহিত্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
এম এ মালেক বলেন, সকলে নিজের পরিবার, নিজের সন্তানদের পাশে রেখে সুশিক্ষা দিতে পারলে আত্মতৃপ্তির পাশাপাশি নিজের পরিবারের কল্যাণের মধ্য দিয়ে দেশের কল্যাণও হয়ে থাকে। আমরা সকলে সমাজ ও দেশের কল্যাণে বই পড়া, সাহিত্য–সংস্কৃতি চর্চায় এগিয়ে চলার ব্রত গ্রহণ করলে এ দেশ আরো সুন্দর এবং বাসযোগ্য হবে। সন্তানদের নিজের কাছে রেখে তাদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং পারিবারিক বন্ধন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পৃথিবীর প্রায় সব দেশে ভ্রমণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আজাদী সম্পাদক বলেন, আমার দেশের মতো একটি দেশও আর কোথাও নেই। কোটি টাকা দিলেও এ দেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে বসবাস করব না।
পজিটিভ চিন্তাভাবনায় উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দিয়ে এম এ মালেক বলেন, সবসময় নেগেটিভ চিন্তা করলে শরীর, মন খারাপ হয়। পারিবারিক শান্তি বিনষ্ট হয়। অবসরে বই পড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বই মানুষকে পজিটিভ চিন্তা করতে সহায়তা করে।
মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল আফছারের সভাপতিত্বে এবং কবি রায়হানা হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর ও মীরসরাই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী। স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি এবং দৈনিক আজাদীর মীরসরাই প্রতিনিধি মাহবুব পলাশ। অতিথির বক্তব্য দেন নীল কলম সাহিত্য সংগঠনের সভাপতি মাহবুবা চৌধুরী, উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাঈন উদ্দিন, প্রফেসর বোরহান উদ্দিন, প্রফেসর আক্তারুজ্জামান, নারায়ণ সরকার, কবি শুক্কুর চৌধুরী, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম, কবি ও লেখিকা মারজিয়া খানম, আলমগীর হোসেন, সুমি দাশ, শিরিন আফরোজ, মাহবুবা ছন্দা, কবি সুবর্ণা চক্রবর্তী, দুর্বারের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সাংবাদিক রাজিব মজুমদার, নাছির উদ্দিন, আবু সাঈদ ভূঞা, জাবেদ হোসাইন, এম এ মামুন, ডা. জসিম উদ্দিন, ডা. সালাউদ্দিন, জাসাস নেতা সেলিম উদ্দিন, ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম, জাফর ইকবাল, লিটন, সাইফুল ইসলাম খোকন, মাস্টার হোসাইন সবুজ, মাওলানা আলাউদ্দিন, মাস্টার মাজহারুল হক, জলিল মাস্টার, আক্তার হোসেন চৌধুরী, নিজামুল হক মানিক, গিয়াস উদ্দিন জাহেদ, চৌধুরী বোরহান উদ্দিন, কবি বিটন বড়ুয়া, তাছলিমা চৌধুরী সুরভী, তাছনিম মাহবুব তানহা, সাংবাদিক সাফায়াত মেহেদী, আব্দুল মান্নান রানা, এমদাদুল হক ভূঞা, নাছির উদ্দিন ভূঞা, হারাধন চক্রবর্তী, ইব্রাহিম মাহমুদ ও তাকিবুর রহমান।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি পাঠাগার এবং পদচিহ্ন চত্বর উদ্বোধন করেন। গুণী ব্যক্তিগণ পাঠাগারে বই উপহার দেন। রনজিত ধর ও নন্দিতার কণ্ঠে জাতীয় সংগীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের সমাপ্তি হয় বৃক্ষরোপণের মধ্য দিয়ে। অনুষ্ঠানে শিশুশিল্পীরা দেশের গানের সাথে দলীয় নৃত্য পরিবেশন করে।