আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুমের নিজ উদ্যোগে গত শুকবার পি.কে সেন ভবনের সম্মুখে আসন্ন শারদীয় দূর্গাৎসব উপলক্ষে স্থানীয় সনাতন সম্প্রদায়ের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক রাষ্ট্র কাঠামো। এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সকল ধর্মের মিলিত আত্মত্যাগ ও রক্তশ্রোতে। তাই বাংলাদেশ ধর্মবর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ বাসভূমি। তিনি বলেন, প্রত্যেক ধর্মের মুল মর্মবানী শান্তি ও সম্প্রীতি। এদেশে সকল মানুষের ধর্ম পালোনের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। এই সত্যটিকে অনুধাবনকরে আমাদের শান্তি ও সম্প্রীতির বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন–মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, প্রবির দাস তপন, মোহাম্মদ ইব্রাহিম, শফিউল আজম, স্বপন ভট্টাচার্য, দীপক চৌধুরী, কাঞ্চন চৌধুরী ও রিমন চক্তবর্তী প্রমুখ।
আন্দরকিল্লা ওয়ার্ড : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডস্থ সতীশ বাবু লেইনে গত শুক্রবার বিকালে সনাতনী সম্প্রদানের একহাজার ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্ট্রার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মহামারি করোনা এবং করোনা পরবর্তী ইউক্রেন–রাশিয়া যুদ্ধের জন্য সারাবিশ্বে অর্থনৈতিক মন্দার মধ্যেও জননেত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে আমাদের দেশের অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো রয়েছে। শুকলাল ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন–স্থানীয় কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, আবদুস সালাম মাসুম ও সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, মোহাম্মদ সালাউদ্দিন, জাকেরিয়া দস্তগীর, প্রনব ধর বলরাম চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।