মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে – এম. আবুল ফয়েজ মামুন

ধীরে ধীরে মালিকের বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে

| বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৮:১১ অপরাহ্ণ

মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন মেরিটোরিয়াস স্টুডেন্টস কাউন্সিলের বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি জেনারেল এম. আবুল ফয়েজ মামুন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়ে বাংলার বুকে স্বাধীনতা এনে দিয়েছিল। স্বাধীনতার ৫৫ বছরেও মানুষ তার বাকস্বাধীনতা ফিরে পায়নি। রাষ্ট্র-কে মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মানুষ তার মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারলেই প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে। একইসাথে তিনি স্বাধীনতার ৫৫ বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় দিনদুপুরে তালা ভেঙে ডাকাতির চেষ্টা
পরবর্তী নিবন্ধমোবাইলে গেইম খেলতে না দেওয়ায় মহেশখালীতে কিশোরের আত্মহত্যা