মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়

‘ভালোবাসার জামালখান’

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৯ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, আমি একুশে পদক পেয়েছি সকল চট্টগ্রামবাসীর জন্য। আমার আজকের অবস্থানে পেছনের অবদান হচ্ছে আজাদীর। অনেকে বলে এটি মফস্বলের কাগজ। এটি মফস্বলের কাগজ না। এটি জাতীয় কাগজ না, এটি চট্টগ্রামের কাগজ। চট্টগ্রামের আজাদী। সুতরাং এটি চট্টগ্রামের জন্য আজাদী এবং আজাদীর জন্য চট্টগ্রাম এটাই থাকবে।
গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর জামালখান মোড়ে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ভালোবাসার জামালখান’ নামের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একুশ আমার অহংকার। একুশে মানে মাথা নত না করা। আপনারা জানেন একুশের সঙ্গে আমাদের পরিবার এবং আমাদের প্রেস ওতপ্রোতভাবে জড়িত ছিল। কারণ একুশের প্রথম কবিতা কবি মাহবুবউল আলম চৌধুরীর লেখা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’, সেই কবিতাটি আমাদের প্রেস থেকে ছাপা হয়েছিল। সেজন্য আমাদের ম্যানাজারকে জেলে যেতে হয়েছিল। কারণ কবিতাটি ছাপানো রাষ্ট্রদ্রোহিতার সামিল ছিল। অনেক ঝুঁকি নিয়ে কাজটা করতে হয়েছে। কিন্তু সুখের কিংবা দুঃখের বিষয় ছিল, সেই কবিতার প্রিন্টার্স লাইনে কোহিনুর ইলেকট্রিক প্রেস লেখা ছিল। সুতরাং এখানে কাউকে সাক্ষী দিতে হয়নি। যখন মামলা হলো, তখন আমাদের ম্যানাজার দবিরকে জেলে নিয়ে গেল পুলিশ। তবে ম্যানাজার সাহেব সেই সময় আমার বাবাকে বাঁচিয়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন-প্রেসের মালিক এ ব্যাপারে কিছু জানতেন না। সব দোষ আমার। সেই থেকে একুশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য নতুন নাম নির্ধারণের বিষয়ে আজাদী সম্পাদক বলেন, কাউন্সিলর শৈবাল দাশ সমুন তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য নতুন একটি নাম ঠিক করার জন্য বলেছেন। তবে এই নামটি চিন্তা ভাবনা করে দিতে হবে। এমন একটি নাম দিতে হবে যেটি ইউনিভার্সেল এবং বাংলা ভাষায় ব্যবহার উপযোগী। তবে সুমন আজকে ভালোবাসা দিবস উপলক্ষে তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষকে ফুল বিক্রির ব্যবস্থা করে দিয়েছেন। যখন মানুষ জানবে তৃতীয় লিঙ্গের লোক ফুল বিক্রি করছে, তখন কিন্তু যার কেনার ইচ্ছে থাকবে না তিনিও ফুল কিনবেন। তৃতীয় লিঙ্গের মানুষ স্বাবলম্বী হলে তাদের আর রাস্তায় দাঁড়াতে হবে না।
২১ নং জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, এই জামালখান এগিয়ে যাচ্ছে। আজকে ভালোবাসা দিবসের বিশেষত্ব হচ্ছে, আমার পাশে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এদের আমরা যতবেশি ভালোবাসবো তারা তত তাড়াতাড়ি স্বাবলম্বী হয়ে উঠবে। আমরা দেখি, তাদেরকে তালি দিয়ে চাঁদাবাজি করে বলি। এ কাজটি করে তারা কেবল জীবন জীবকিার জন্য। আমরা নিজেদের সৃষ্টির সেরা জীব দাবি করি, কিন্তু পক্ষান্তরে আমরা তৃতীয় লিঙ্গের এসব মানুষকে অবহেলা করি ও উপহাস করি। তাদের দিকে ব্যাঙ্গাত্মকভাবে তাকায়। আজ (গতকাল) সকাল থেকে তারা ফুল বিক্রি করেছে, ফুল বিক্রি করে তারা প্রমাণ করে দিয়েছে, তারা যদি কর্মসংস্থানের সুযোগ পায়, তারা স্বাবলম্বী হতে পারে। আসুন এই বিশ্ব ভালোবাসা দিবসে আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষের মাঝে ভালোবাসা ছড়াই।
চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, ভালোবাসা দিবসের আজকের জমকালো অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভালোবাসা বিনিময়ের মাধ্যমে বিশ্বজয় করা যায়।
আঁখি মজুমদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। পরিবেশিত হয় সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে ভালোবাসার পত্রলিখন প্রতিযোগিতায় বিজয়ী ৮ জনের নাম ঘোষণা করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

পূর্ববর্তী নিবন্ধগৃহায়ণ কর্তৃপক্ষের ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগের ভাবনা সরকারের