মানুষের পানি প্রাপ্তি নিশ্চিত করতে কর্মীদের দায়িত্ব পালনের নির্দেশ

চট্টগ্রাম ওয়াসার ৭৫তম বোর্ড সভা

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে ওয়াসার পানি সরবরাহ করার ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার ওয়াসা বোর্ডের ৭৬তম সভায় চেয়ারম্যান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম এই নির্দেশ দেন। ওয়াসা ভবনস্থ বোর্ড রুমে অনুষ্ঠিত সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারীদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। সভায় ওয়াসা চেয়ারম্যান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম রুয়েটের ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় এবং ওয়াসার এম ডি এ কে এম ফজলুল্লাহ পরবর্তী তিন বছরের জন্য পুনঃনিয়োগ পাওয়ায় বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় ওয়াসার ৭৫তম কার্য বিবরণী অনুমোদন এবং সভার সিদ্ধান্তসমূহের অগ্রগতি সম্পর্কে বোর্ড সদস্যদের অবহিত করা হয়।

সভায় চট্টগ্রাম ওয়াসার প্রস্তাবিত চট্টগ্রাম মেট্রোপলিটন সুয়্যারেজ প্রজেক্ট, পতেঙ্গা ক্যাচমেন্ট৬ প্রকল্পের ট্রানসেশান এডভাইজার নিয়োগের ব্যাপারে মূল্যায়ন কমিটির সুপারিশ অনুমোদন করা হয়। সভায় ওয়াসা চেয়ারম্যান শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিসহ নগরীর যেসব এলাকায় মানুষ পানি পাচ্ছেন না, সেই সব এলাকায় পানি প্রাপ্তি নিশ্চিত করার ব্যাপারে সংশ্লিষ্টদের ওয়াসাকর্মীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সভায় বোর্ড সদস্য (যুগ্ম সচিব) হাসান খালেদ ফয়সাল, মোহাম্মদ জহুরুল আলম, সিদ্ধার্থ বড়ুয়া, প্রকৌশলী মোহাম্মদ হারুন, বিএফইউজে প্রতিনিধি শহীদ উল আলম, কাউন্সিলর আফরোজা কামাল, এডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান, ডা. শেখ মোহাম্মদ শফিউল আজম, প্রকৌশলী জাফর আহমদ সাদেক ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহালদার রাউজান অংশে নির্মাণ হবে বেড়িবাঁধ
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় নির্দেশে অস্ত্র সংগ্রহ করেছেন ছাত্রদলের নেতারা : গোয়েন্দা পুলিশ