চবির ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের উদ্যোগে রিসার্চ ম্যাথড ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার চবির সমাজবিজ্ঞান অনুষদের ১০৩ নম্বর কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ‘অপরাধ বিজ্ঞান ও অপরাধ বিচার ব্যবস্থা গবেষণা পদ্ধতি’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন চবি ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন চবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। প্রধান বক্তা ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুর রহমান। প্রধান অতিথি বলেন, ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীদের প্রথম দায়িত্ব হলো কোনোটি অপরাধ আর কোনোটি অপরাধ নয় এগুলো নিয়ে গবেষণা করা। ক্রিমিনোলজি সমাজবিজ্ঞান অনুষদের একটি বিভাগ হওয়ার কারণ হলো– যারা অপরাধ নিয়ে কাজ করবে, তাদেরকে সমাজের মানুষের গতিবিধি বুঝতে হবে। মানুষের পরিবর্তনের পেছনের কারণগুলো খুঁজতে হবে আমাদের। সেমিনারে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, গবেষণা করতে হলে আমাদের নিবেদিত হতে হবে। যেই বিষয়ে গবেষণা করবো, সেই বিষয়ে গভীরভাবে জানার জন্য আমাদেরকে মানুষের সঙ্গে মিশতে হবে।