বাইকের ইঞ্জিন অয়েল চেইঞ্জ করছিলাম। গত মাসে ৪৮০টাকা ছিল। আজ করতে হল ৫৫০ টাকা দিয়ে। জানতে চাইলে বললো দাম বেড়েছে। অয়েল চেইঞ্জ করছে বসে থেকে লাভ কি, চা খেতে গেলাম। টং দোকানের চা, খেয়ে ৬টাকা দিলাম। মামা বললো আরেক টাকা দেন, সবকিছুর যা দাম; হয় না ৬টাকায়। বুঝলাম দাম বেড়েছে। চা খেয়ে বাইক ওয়াশ করতে গেলাম, ওখানেও ১০০ টাকার জায়গায় ১২০ হয়েছে। পড়াশুনা করা ছেলে আমি, বুঝে নিলাম দাম বেড়েছে। বাইক ওয়াশে দিয়ে ইউটিউবে ঢুকলাম। যমুনা নিউজের একটা রিপোর্টে চোখ আটকে গেল। “বাঁচার জন্য দুই ভাইয়ের কাকুতি মিনতি শুনেনি ঘাতকরা, প্রকাশ্য পিটিয়ে হত্যা! “ বুঝলাম, দাম সবকিছুর বাড়েনি। এই যে মানুষের দাম কমেছে!
লেখক : মীরাক্কেল সিজন ৯ তারকা












