প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে বাঁচানো ও জীবন-জীবিকা রক্ষায় কাজ করছেন। করোনাকালীন সময়ে ৩৩৩ কল করলেই যে কাউকে পৌঁছে দেওয়া হচ্ছে সরকারি খাদ্য সহায়তা। নতুন করে ঈদ-উল-আযহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ৩২০০ কোটি টাকার প্রণোদনা দেয়া হয়েছে। এ দুঃসময়ে আওয়ামীলীগ সরকার ২ কোটি মানুষকে খাদ্য ও ১৫ কোটি নগদ অর্থ সহায়তা দিয়েছে। পাশাপাশি আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও বঙ্গবন্ধু কন্যার নির্দেশে দরিদ্রদের সহায়তা দিয়ে যাচ্ছেন। গতকাল রবিবার সকালে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ৯ ইউনিয়নে ১ হাজার কর্মহীন ও ঘরবন্দি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহায়তায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মুঠোফোনে তিনি এসব কথা বলেন। এ কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, সহ-সভাপতি শ্রী নিবাস দাশ সাগর, ইউপি চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন জুনু, মো. জহির উদ্দীন, উপজেলা আ.লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, মাস্টার মো. মিয়া ফারুক, শাহিদুল কবির সেলিম, মো. আনিস উল্লাহ, মো. কামাল উদ্দীন, মো. দিদারুল আলম বাবুল, রিদুয়ানুল হক সুমন, এরশাদুর রহমান রিয়াদ ও হামিম হোসেন রবিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।