মানুষের জীবন এখন বড় মূল্যহীন

মোহাম্মদ ইসমাইল | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

মানুষের জীবন এখন বড় মূল্যহীন। মানুষ এখন কঠিন এক নির্দয়। মানুষ এখন বন্ধু বন্ধুকে, ভাই ভাইকে কিংবা পিতা তার পুত্রকে, কথায় কথায় গুলি করে খুন করতে অতটুকু যেন পিছপা হচ্ছে না! রাতের আঁধার নামলে এখন আমরা কেউ কাউকে যেন আর চিনছি না; সময় আর সুযোগ পেলে মানুষ এখন তাদের প্রাণঘাতী অস্ত্র নিয়ে শুধু হায়! হন্যে হয়ে অন্যের ওপর কেমন যেন শুধু হামলে উঠতে চায়। কী সাংঘাতিক রে ‘বাবা’! নিজেকে বিনয়ী ভাববার চেয়ে ক্ষমতা প্রদর্শন করাটাই যেন এখন মানুষের জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব! মানুষের এখন মৃত্যুভয় নেই বললেই চলে। মানুষ এখন আর নিজেদের সম্মানের তোয়াক্কা করতে চায়না। পরিবার থেকে সমাজ, আর সমাজ থেকে রাষ্ট্র সব জায়গায় যেন এখন এই স্নায়ুবিক সমস্যাটা এক প্রবল আকার ধারণ করে আছে। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে কিংবা মানসিকভাবে বলতে গেলে, পৃথিবীতে মানুষ এখন কঠিন এক অসুস্থ। তবু বলব, অনিবার্য এই চির অপরিচিতা মানুষের মৃত্যুটা সবসময় যেন স্বাভাবিক হয়।

পূর্ববর্তী নিবন্ধমশা দমনে ভেজালহীন ওষুধ ছিটানো হোক
পরবর্তী নিবন্ধমা’কে যেমন দেখেছি