মানুষের জীবনটা ঘড়ির মতো

এম. শাহেদ সরওয়ার | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

মানুষের জীবনটা ঘড়ির মতো। মানুষের জীবনকে যদি কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায়, তবে তা হলো একটি ঘড়ি। ঘড়ির কাঁটা যেমন নিয়ম মেনে ঘুরে চলে, তেমনি মানুষের জীবনও চলে সময়ের নিয়মে। এই সময়কে সম্মান করতে পারলেই আমরা জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারি।

ঘড়ি যেমন কারো জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি জীবনও কারো জন্য অপেক্ষা করে না। জীবনের নিয়মে ঠিকই জীবন চলতে থাকে। জীবনে অনেক মানুষ আসে অনেক মানুষ যায়। কিন্তু কেউ হারিয়ে গেলে জীবন থেমে থাকে না। ঘড়ির কাঁটা যেমন একটু কেঁপে অন্য কাঁটা অতিক্রম করে ঠিক তেমনি কিছু মানুষের জন্য জীবনের কিছু সময় দীর্ঘশ্বাসে পরিণত হলেও ঠিকই জীবনের নিয়মে জীবন চলতে থাকে। ঘড়ির প্রতিটি সেকেন্ড মূল্যবান, কারণ সঠিক সময়েই তা মিনিট ও ঘণ্টায় রূপ নেয়। মানুষের জীবনেও ছোট ছোট কাজ, প্রচেষ্টা এবং মুহূর্তগুলো মিলেই গড়ে ওঠে বড় সাফল্য। কেউ সময় নষ্ট করলে যেমন ঘড়ির কাঁটা থেমে থাকে না, তেমনি জীবনও কারো জন্য অপেক্ষা করে না। সময় চলে যায়, আর সেই সঙ্গে হারিয়ে যায় সুযোগও।

একজন মানুষ চলে গেলে সময়ের পালাক্রমে অন্য মানুষ আসে। জীবন চলতে থাকে নতুন মানুষ নিয়ে। তখন পুরনো মানুষের সমস্ত স্মৃতিগুলো বুক পকেটে আটকে থাকে বাক্সবন্দি হয়ে। একটা কথা আছে, ‘প্রকৃতি নাকি শূন্যস্থান পছন্দ করে না। খালি জায়গাটা ধূলাবালি দিয়ে হলেও পূর্ণতা দেয়’। একটি ঘড়ির ভেতরে অনেক যন্ত্রাংশ রয়েছে, যা মিলেই ঘড়িকে সচল করে। মানুষের জীবনও তেমনই পরিবার, সমাজ, শিক্ষা, পরিশ্রম, নীতি এই সবকিছু মিলেই জীবনকে সঠিক পথে রাখে। কোনো একটি অংশে সমস্যা হলে যেমন ঘড়ির সময় ভুল দেখায়, তেমনি জীবনের কোনো ক্ষেত্রে অবহেলা করলে জীবনও বেখাপ্পা হয়ে যায়। সব শেষে বলা যায়, মানুষ যদি সময়ের মূল্য বোঝে, নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে, তবে তার জীবন ঘড়ির মতোই সুন্দর, সচল এবং সফল হয়। সময়ের সঠিক ব্যবহারই মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য।

পূর্ববর্তী নিবন্ধড্রেনের পানি নিষ্কাশন সম্পর্কে
পরবর্তী নিবন্ধজন্ম থেকে মানুষ স্বাধীনতার সূর্যসারথি