মানুষের জন্য নীরবে কাজ করে গেছেন গোলাম কবির

স্মরণসভায় বক্তারা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:১৫ পূর্বাহ্ণ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচা এবং পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত গোলাম কবির তালুকদারের স্মরণসভা গতকাল মঙ্গলবার বিকেলে সুখবিলাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেন এরশাদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা, আবদুর রউফ মাস্টার, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, প্রয়াতের সন্তান জাহিদ হাসান তালুকদার, বিদ্যালয়ের সাবেক সভাপতি শওকত আলী তালুকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিক্তা সেন, শিক্ষক প্রবোধ রঞ্জন তালুকদার, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদি, আবু তৈয়ব, মো. ইউনুচ, রাসেল রাসু প্রমুখ।
বক্তারা বলেন, একজন নির্লোভ, পরোপকারী, সাদা মনের সহজ-সরল মানুষ ছিলেন গোলাম কবির তালুকদার। বঙ্গবন্ধুর সান্নিধ্যে তিনি ধন্য হয়েছিলেন। মানবসেবাকে ব্রত হিসেবে নিয়ে তিনি আজীবন মানুষের পাশে থেকে এলাকার শিক্ষা, শান্তি ও উন্নয়নে নিরবে কাজ করে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শহরে করোনায় ২ জন আক্রান্ত
পরবর্তী নিবন্ধআইআইইউসির ভর্তি পরীক্ষায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ