বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ–কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি মানুষের জন্য। মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির মূলনীতি। তিনি গত বৃহস্পতিবার নগরীর মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় ৫ জন ক্যানসার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। ইসরাফিল খসরু বলেন, ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেক দরিদ্র পরিবার মাঝপথেই চিকিৎসা বন্ধ করে দিতে বাধ্য হয়। কেবল আর্থিক সহায়তা নয়, এ রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধিতেও কাজ করতে হবে। সমাজের প্রতিটি বিত্তবান মানুষের ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো উচিত।ফুটবল অ্যাকাডেমির সভাপতি বিপ্লব দে পার্থের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক নুর জাহেদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, মো. সালাহউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান মোস্তাক। উপস্থিত ছিলেন সাইমন আহমেদ সাহেদ, পরিচালক আজম খাঁন, আলাউদ্দিন ভুঁইয়া, মোশাররফ হোসেন, ইয়াসির আরাফাত, আনোয়ারুল আবেদিন মুন্না,ইউনুস মিয়া জুয়েল,আশরাফুল ইসলাম রাজীব,আব্দুল মোনাফ টুটুল, মো. মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি ।












