মানুষের চাকরি কাড়ব না, বিদ্রোহও করব না- বলল রোবটরা

| সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

তারা মানুষের চাকরি কেড়ে নেবে না, কিংবা মানুষের বিরুদ্ধে বিদ্রোহও করবে না, বরং তারা বিশ্বব্যাপী চলমান সংকট নিরসনে মানুষের সাহায্যে আসতে চায়বলেছে জাতিসংঘ আয়োজিত এআই ফোরামে প্রদর্শিত রোবটরা। কিন্তু রোবটের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ দেওয়া উচিৎ কিনা এমন প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া এসেছে পৃথিবীর প্রথম মানুষরোবট সংবাদ সম্মেলন থেকে। ‘এআই ফর গুড’ শিরোনামে জেনিভায় অনুষ্ঠিত সম্মেলনটিতে নয়টি মানবসদৃশ রোবট অংশ নেয়। রোগ এবং ক্ষুধার মতো পৃথিবীর সবচেয়ে বড় সংকট দূর করতে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে যুক্ত করার বিষয়ে কথা বলেছেন সম্মেলনটির আয়োজকরা। আমি মানুষের চাকরি কেড়ে নেওয়ার বদলে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, মানুষের সেবা করতে চাই। বলছে নীল রঙের নার্সের পোশাক পরা রোবট গ্রেইস। “তুমি কি এ ব্যাপারে নিশ্চিত গ্রেইস?” তাকে জিজ্ঞেস করেন তার ‘স্রষ্টা’ সিঙ্গুলারিটিনেট এর বেন গোয়েটজেল। “হ্যাঁ, অবশ্যই”জবাব দিয়েছে গ্রেইস। খবর বিডিনিউজের।

আমাদের (মানুষের) জীবন এবং পৃথিবীকে আরও উন্নত করতে আমাদের মতো রোবটকে ব্যবহার করা যেতে পারে। আমি বিশ্বাস করি আমার মতো হাজার হাজার হাজার রোবট পৃথিবীতে আমূল পরিবর্তন আনবে এটা দেখতে পাওয়া কেবল সময়ের ব্যাপার বলে আমি বিশ্বাস করি”চেহারায় স্পষ্ট অভিব্যাক্তি ফুটিয়ে বলেছে, আবক্ষমূর্তি রোবট অ্যামিকা। সেটি তার নির্মাতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিনা, তার পাশে বাসতে তারই নির্মাতা জ্যাকসনের তর্কতা অবলম্বন করা উচিৎ কি নাসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চোখে নীল আলোকচ্ছটা এবং অবাক হয়ে অ্যামিকা বলে ‘আমি বুঝতে পারছি না তুমি কেন এমন ভাবছো।’ রোবটটি আরও বলে আমার স্রষ্ট্রা আমার প্রতি সদয় হওয়া ছাড়া কখনই অন্যকিছু করেনি এবং আমি আমার বর্তমান অবস্থা নিয়ে সুখী। রোবটগুলোর মধ্যে বেশিরভাগকেই জেনারেটিভ এআইয়ের সর্বশেষ সংস্করণের সঙ্গে যুক্ত করা হয়েছে, এবং এদের দেওয়া জবাবের সূক্ষ্মতায় সকলে এমনকি তাদের নির্মাতারাও হতবাক হয়ে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দরে ভুটানের রাজাকে তথ্যমন্ত্রীর অভ্যর্থনা
পরবর্তী নিবন্ধচুরি যাওয়া ২৫ লাখ টাকার চোরাই পণ্যসহ ৪ জনকে গ্রেপ্তার