চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রাম জেলায় কর্মরত এনজিও সংস্থা সমূহের মাসিক সমন্বয় সভা নবনিযুক্ত জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ এবং এনজিও সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মদ। সভায় জেলা প্রশাসক উপস্থিত এনজিও সংস্থা সমূহের প্রধান ও প্রতিনিধিবৃন্দের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, এনজিওর মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব। মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। যারা এনজিওর সাথে সম্পৃক্ত রয়েছে তারা মানুষের জন্য কাজ করে। সভায় বক্তব্য রাখেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও এনজিও সমন্বয়ক মোহাম্মদ আলী শিকদার, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাছির উদ্দীন, সবুজের যাত্রা সংস্থার নির্বাহী পরিচালক সায়েরা বেগম, ইউসেফ বাংলাদেশের ইঞ্জিনিয়ার জয়প্রকাশ বড়ুয়া। এসময় এনজিও সংস্থা সমূহের পক্ষ থেকে এনজিও সংস্থা সমূহের তথ্য ভিত্তিক প্রকাশনা ‘উন্নয়ন সহযাত্রী’র ৪র্থ সংস্করণ জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।












