মানুষের কল্যাণে রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়

পদুয়া জামায়াতের প্রতিনিধি সম্মেলনে শাহজাহান চৌধুরী

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, গণমানুষের কল্যাণের জন্যই আমরা রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়। রাজনীতি আমাদের কাছে ইবাদতের অংশ, আত্মত্যাগ ও সেবার নাম। আমি ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের খেদমতের সুযোগ পেয়েছি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের দুঃখদুর্দশা লাঘবই ছিল আমার একমাত্র লক্ষ্য। ক্ষমতা উপভোগের জন্য নয়, বরং ন্যায়, কল্যাণ ও আমানতের দায়িত্ব পালনের জন্য।

তিনি গতকাল শনিবার লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিনিধি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান।

পদুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আ ক ম হামিদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি সফিউল আলম, মাওলানা মনির আহমদ, জিয়াউল হক, নুরুল ইসলাম সিকদার, মাস্টার সিরাজুল ইসলাম, চৌধুরী মোহাম্মদ সালেহ, ইউপি সদস্য আমানুল্লাহ আমান, কাজী জসিম উদ্দিন, জিয়াউল হক জিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৈতলা সদ্ধর্ম জ্যোতি বিহারে চীবর দান
পরবর্তী নিবন্ধআলোর দিশার ৯ম মোটিভেশন ও কুইজ প্রতিযোগিতা