শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, রাজনীতিবিদ ও সমাজসেবক আবুল কালাম বকুল চেয়ারম্যানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা গত ১৭ জুন নিজ বাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য ফজল আহমেদের সভাপত্বিতে ও উপজেলা যুবলীগ নেতা আব্দুল খালেক জুয়েলের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়া।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমেদ বি কম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন হায়দার, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার হাসমত আলী, উপজেলা যুবলীগের সহ সভাপতি ওসমান আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন রানা, দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দীন মঞ্জু, নবীন কন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, লায়ন মো. জসিম উদ্দীন, মো. রুবেল, শ্রমিকনেতা খলিলুর রহমান, কালু সওদাগর, পেয়ার আহম্মদ, তাহের আহমদ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি আবু সুফিয়ান বলেন, আবুল কালাম বকুল চেয়ারম্যান সবসময় গ্রামের মানুষের জন্য নিজের সাধ্যানুযায়ী কাজ করেছেন। একজন সফল জনপ্রতিনিধি হিসেবে তিনি সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় ছিল। দল মত নির্বিশেষে তিনি সকলের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন। একজন জনদরদী জনপ্রতিনিধি হিসেবে আবুল কালাম বকুল চেয়ারম্যান যুগ যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।