গাউসিয়া কমিটি দুবাই আল আবীর কমিটির সভায় আহবায়ক কাজী মোহাম্মদ ওমর গণী বলেছেন, হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর নির্দেশনায় মানুষের কল্যাণ সাধন করতেই গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা হয়েছিল। করোনা মহামারীর মতো ক্রান্তিকালে মানবতার পাশে দাঁড়িয়ে গাউসিয়া কমিটি করোনায় আক্রান্ত হয়ে মৃতব্যক্তিদের জাত-ধর্ম বিবেচনা না করে দাফন কাফন ও সৎকার করে গেছে। গতকাল শনিবার আলহাজ্ব কাজী মোহাম্মদ বখতিয়ার হোসেনের সভাপতিত্বে এবং মো. জানে আলম ও হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা একথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি ইউ.এ.ই কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন ইউ.এ.ই কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আজম খান, সহ-সভাপতি মো. হারুন, মো. তহিদুল আলম, মোহাম্মদ এয়াসিন, হাজী এয়াকুব, মো. জসিম উদ্দীন, ইফতেখার করিম, নুর মোহাম্মদ, মো. হাছান মুরাদ, কাজী ওমর গনি, মো. হানিফ সিকদার, মো. মনছুর আলম, সেলিম মাইজভান্ডরী, মো. হেলাল উদ্দীন, মো. নজরুল, মো. মোজাম্মেল, মো. দিদার। সভায় কাজী মোহাম্মদ ওমর গণীকে আহবায়ক ও আলহাজ্ব মো. নুরুল ইসলাম সবুজকে সদস্য সচিব করে ২৫জন বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মোবারক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










