আসন্ন রমজান মাস উপলক্ষে নগরী ও উপজেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার ও সেহেরি সামগ্রী এবং শুকনো খাবার বিতরণ করা হয়। এতে বক্তারা বলেন, মানুষের কল্যাণে কাজ করাই হচ্ছে ধর্মের প্রকৃত শিক্ষা।

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম ও কক্সবাজার সমন্বয় জোনাল কমিটির পরিচিতি সভা। কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহীমের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও দরিদ্র মানুষদের মঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মার্চ) উত্তর পতেঙ্গা কাটগড় মুসলিমাবাদে নব কমিটি পরিচিতি সভার পর ১৫০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আব্দুল নবী লেদু। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উক্ত কমিটির সিনিয়র উপদেষ্টা মোঃ নেজাম। বক্তব্য রাখেন কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ, সহ সভাপতি মোঃ বাহাদুর আলম, সহ সভাপতি মোঃ মাসুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঈনুল আলম, অর্থ সম্পাদক ইয়াসমিন আকতার, দপ্তর সম্পাদক কামরুন্নেছা, সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ফোরকান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হিরু আলম, সহ সাংগঠনিক সম্পাদক নাজমা আকতার মুন্নি, সদস্য মোঃ জসিম সহ অনান্যরা।

পটিয়ার নগর অনির্বাণ ক্লাব : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ার মোহাম্মদ নগর অনির্বাণ ক্লাবের উদ্যোগে দুই শতাধিক পরিবার পেল ইফতার সামগ্রী। শুক্রবার স্থানীয় চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংগঠনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ–কমিটির সদস্য ও মোহাম্মদ নগর অনির্বাণ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম, সাবেক সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন, সহ সভাপতি মোহাম্মদ সোলাইমান মুসা, মোহাম্মদ কাইছার, নাছির মাহমুদ, মোহাম্মদ হোসাইন, রকিবুল হাসান, শহীদুল আলম, মোহাম্মদ ফারুক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিহাব উদ্দিন সোহেল, মোহাম্মদ আলমগীর, মনজুর আলম, মোহাম্মদ মামুন, মেহেদী হাসান রাব্বি, শাহেদ আকরাম, আলি আকবর রিপন, মাকসুদুর রহমান, সাকিব, শাহাদাত হোসেন, আতিক মাঈনুদ্দীন রিসাল, সাজ্জাদ হোসেন টিপু, সরোয়ার হোসেন পিয়েল, মো: আনিসুর রহমান, মো: রিফাত, আদনান রহমান রাব্বি, মো: সানি প্রমুখ।
হালিশহর আলী সওদাগরের বাড়ী মাইজপাড়া : আলী সওদাগরের বাড়ী মাইজপাড়া ৩৮নং ওয়ার্ড দক্ষিণ মধ্যম হালিশহর বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ জাবেদ ইকবালের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান উপলক্ষে ২০ বিশ হাজার পরিবারে মধ্যে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার নিজ বাড়ি থেকে ২ হাজার মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়ে আনুষ্ঠানিকভাবে এবছরের কার্যক্রম শুরু করেন নিজে উপস্থিত থেকে। এতে সহযোগিতায় ছিলেন ৫০ জন সেচ্ছ্বাসেবক। খাবারের প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, ছোলাবুট, চিনি, তেল, লবণ। এসময় জাবেদ ইকবাল বলেন, ‘আমি যা করছি, আমার পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদের বলে যাব আমি বেঁচে না থাকলেও যেন আমার ছেলেমেয়েরা গরীব আসহায় মানুষের পাশে গিয়ে দাড়ায়।’

সুন্নি সমাজ কল্যাণ পরিষদ : সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আমানবাজার চত্বরে ৫ শতাধিক জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান মহসিন বাবুলের সভাপতিত্বে গিয়াস উদ্দিন হিরুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নেতা মাওলানা রফিকুল ইসলাম নেজামী, চিকনদন্ডী ইউনিয়নে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আজিম, সৈয়দ হাসান মাসুদ, হাজী আবু তাহের, হাজী আজগর আলী, জাহাঙ্গীর চৌধুরী, মাওলানা বাহাদুর আলম, নেজাম উদ্দীন, আব্দুল আজিজ, শাহ আলম, সরওয়ার আলম প্রমুখ।

শামশেদ–নোমান ফাউন্ডেশন : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ায় শামশেদ–নোমান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মার্চ) পৌরসভার আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শামশেদ বেগম। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আউলাদে আমীর সৈয়দ মোরশেদুজ্জামান আমিরী, সৈয়দ মোদাচ্ছের আমিরী, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ্ পলাশ, শওকত আকবর মুন্না, এড. শাহনেওয়াজ আহমেদ (শুভ), মোহাম্মদ আবু সাঈদ তানভীর, জাহেদুল আলম আরাফাত, ফাহাদ হৃদয়, মন্জুরুল আলম, শহিদুল ইসলাম রিপন প্রমুখ।
এর আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতন পাঠ ও অনুষ্ঠান পরিচালনা করেন মেহরাজ রেজা কাদেরী।












