মানুষের কল্যাণে আইনের সেবক হিসেবে কাজ করতে হবে

বিজিসি ট্রাস্ট ভার্সিটির প্রশিক্ষণের সমাপনীতে ড.মঞ্জুরুল কিবরিয়া

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিা আইন বিভাগের উদ্যোগে ‘ট্রেনিং অন ট্রায়াল অ্যাডভোকেসি এন্ড লিটিগেশন স্কিলস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বিভাগের চেয়ারম্যান নাসির উদ্দিনের সভাপতিত্বে আইকিউএসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. মঞ্জুরুল কিবরিয়া। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জেলা ও দায়রা জজ এবং চাইল্ড রেপ অফেন্সেস প্রিভেনশন ট্রাইব্যুনাল, বান্দরবানের বিচারক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. এস. এম. শোয়েভ। প্রধান অতিথি বলেন, আইন শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে একজন শিক্ষার্থী কখনোই পূর্ণাঙ্গ ও দক্ষ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে না। একজন সফল ও গ্রহণযোগ্য আইনজীবী হতে হলে আদালতভিত্তিক বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি যুক্তি উপস্থাপনের কৌশল, মামলা পরিচালনার দক্ষতা এবং আধুনিক লিটিগেশন স্কিলস আয়ত্ত করা অত্যন্ত জরুরি। নিজেদের একজন আইনজীবী হিসেবে গড়ে তুলে আইনের সেবক হিসেবে কাজ করতে হবে।বিশ্ববিদ্যালয় দক্ষ, দায়িত্বশীল ও নৈতিকতাসম্পন্ন আইনজীবী গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত রাখবে।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে বিচারক মো. জসিম উদ্দিন বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক পেশাগত পরিবেশে আইন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, বিশ্লেষণী সক্ষমতা এবং নৈতিক দৃঢ়তাই তাদের সাফল্যের প্রধান ভিত্তি। আদালতে একজন আইনজীবীর ভাষা, আচরণ, পেশাদারিত্ব এবং যুক্তির মানই তার ব্যক্তিগত ও পেশাগত গ্রহণযোগ্যতা নির্ধারণ করে। তাই আইন শিক্ষার্থীদের শুরু থেকেই আদালতের পরিবেশ, পেশাগত শিষ্টাচার এবং নৈতিক মানদণ্ড সম্পর্কে সচেতন হতে হবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের পেশাগত জীবনের জন্য কার্যকর প্রস্তুতি গড়ে তোলে। প্রভাষক মো. তাওহিদুল ইসলাম জিহাদীর সমন্বয়ে বিভাগের শিক্ষার্থী রাফসানুর রহমান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট সোয়াইব উদ্দিন খান, চট্টগ্রাম আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহীম খলিল, আইনজীবী মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতার দুর্ভোগ নিরসন করবো
পরবর্তী নিবন্ধআধুনিক নগরী গড়ে তুলতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই