মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পসমূহ বাস্তবায়ন করা হবে

রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২

| বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

রোটারি বর্ষ ২০২৩২৪ উপলক্ষে রোটারি আন্তর্জাতিক জেলা৩২৮২ আয়োজিত সংবাদ সম্মেলনে রোটারি নেতৃবৃন্দ বলেছেন, বর্তমানে পৃথিবীর ২০৪টি দেশে ৪৬টি রোটারি ক্লাবের মাধ্যমে ১৪ লাখের অধিক রোটারিয়ান মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে ১৯৩৭ সালের ২২ ডিসেম্বর রোটারি আন্দোলনের সূচনা হয়। এরপর থেকে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে এসব ক্লাবের অধীনে ১২ হাজারের বেশি রোটারিয়ান মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন।

গত ২৬ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রোটারিয়ান নেতৃবৃন্দ এই তথ্য জানান। এ সময় নেতৃবৃন্দ জানান, মানুষের সেবা ও কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পসমূহ বাস্তবায়ন করা হবে। এছাড়া ডিস্ট্রিক্ট৩২৮২ এর অধীন ২০২৩২৪ বর্ষে অন্তত ১০টি লক্ষ্য অর্জনে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন রোটারিয়ান ডিস্টিক্ট৩২৮২ গভর্নর (২০২৩২৪) রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান। বক্তব্য রাখেন পিডিজি রোটারিয়ান আবদুল আহাদ, ২২২৪ এর গভর্নর রোটারিয়ান রোহেলা খান চৌধুরী, ডিজিএন রোটারিয়ান ডা. মাইনুল ইসলাম মাহমুদ, জেলা সেক্রেটারি রোটারিয়ান আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি রোটারিয়ান শামসুল আলম প্রমুখ।

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে অংশ নেন সাংবাদিক এম নাসিরুল হক, সাংবাদিক মোস্তফা নঈম ও সাংবাদিক মোহাম্মদ ইউসুফ। সভাপতিত্ব করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান রোটারিয়ান ওসমান গনি মনসুর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায়দের মাঝে মৌসুমী ফল বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগের র‌্যালি